বাংলা তথ্য নীতিমালা পেইজে আপনাকে স্বাগতম
বাংলাতথ্য ডটকম হল মাতৃভাষায় প্রশ্নত্তোর এর মাধ্যমে যে কোন বিষয়ে সমস্যা সমাধানের একটি নির্ভরযোগ্য অনলাইন প্লাটফর্ম। অনলাইনের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনের কৌতুহল মূলক অজানা প্রশ্নের জিজ্ঞাসা ও উত্তর খুজে পাওয়ার পাশাপাশি অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করার মাধ্যমে জ্ঞান বিস্তার এর লক্ষ্যে বাংলাতথ্য ডটকম একটি মাধ্যম হিসেবে কাজ করে।
প্লাটফর্মটি অনলাইন ভিত্তিক হওয়ায় এখানে বিভিন্ন মতবাদের মানুষ থাকবে এটা খুবই স্বাভাবিক বিষয়। তাই শৃঙ্খলা রক্ষার জন্য সকল সদস্যকে কিছু নিয়মনীতি মেনে চলতে হবে। সকল সদস্য যাতে বাংলাতথ্য ডটকম কে সবার জন্য নিরাপদ ও সমৃদ্ধশালী করতে পারেন। সে সাহায্য করাই নিয়মনীতির মূল উদ্দেশ্য।
কোন সদস্য যদি Bangla Tattho এর নীতিমালা ভঙ্গ করে, তাহলে কর্তৃপক্ষ ঐ সদস্য বা সদস্যার বিরুদ্ধে এক বা একাধিক ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। এমনকি তাঁর সদস্যপদ আজীবন এর জন্য বাতিলও করে দিতে পারে। banglatattho এর নীতিমালাসমূহ বিস্তারিতভাবে নিম্নে উল্লেখ করা হলো→
বাংলা তথ্যে সদস্য হওয়ার আগে নিয়ম-নীতিমালা গুলো দেখে নিন
১। প্রশ্ন করার আগে অবশ্যই বাংলাতথ্যের সার্চ বক্সে সার্চ করে দেখুন, আপনার কাংখিত প্রশ্নটি আমাদের ওয়েবসাইটে আছে কিনা। অর্থাৎ, পূর্বে অন্য কোন সদস্য আপনার প্রশ্নটি জিজ্ঞাসা করেছেন কিনা এবং তাতে আপনার প্রশ্নের উত্তর সন্তুষ্টজনক আছে কিনা। যদি আপনার প্রশ্নটির উত্তর পেয়ে যান, সেক্ষেত্রে দ্বিতীয়বার প্রশ্ন করার প্রয়োজন নেই। উত্তর থাকা স্বত্ত্বেও একই প্রশ্ন একাধিকবার করলে ঐ প্রশ্নটি কর্তৃপক্ষ মুছে ফেলতে পারেন।
২। প্রশ্ন-উত্তরসহ যেকোন (অর্থাৎ প্রশ্ন, উত্তর, মন্তব্য, বার্তা আদান-প্রদান ইত্যাদি) সময় অবশ্যই বাংলা ভাষায় বাংলা বর্ণমালা ব্যবহার করে লিখতে হবে। বাংলা ছাড়া অন্য কোন ভাষায় লেখালেখি করলে, কর্তৃপক্ষ পোস্টটি ডিলেট করে দেবেন। অন্যান্য সদস্যরা সেই প্রশ্ন বা উত্তরে অপছন্দ ভোটও দিতে পারেন।
৩। দয়া করে আমাদের সাইটে রেজিষ্ট্রেশন করার সময়ে বাংলা নাম ব্যবহার করুন। যেহেতু আমাদের পরিচয় বাঙালি, সেহেতু আপনাদের বাংলা নাম ব্যবহারে উৎসাহী করব।
৪। বাংলাতথ্য যেহেতু একটি সামাজিক প্রশ্নোত্তর প্লাটফর্ম, তাই সদস্যরা নিজেদের কৌতুহল মেটানোর জন্য প্রশ্ন করেন, আবার অন্যরা তাদের জানানোর কৌতুহল মেটানোর জন্য প্রশ্নের উত্তর প্রদান করে থাকেন । অনুরোধ থাকবে কারও প্রশ্নের উত্তর দেয়ার সময় আপনি নিজে যতটুকু জানেন তার পুরোটাই জানিয়ে দিবেন।
৫। প্রশ্নের টাইটেলে বা বিশেষ ক্যারেক্টর বা অক্ষর ( ~!@#$%^&*()_+ ) ব্যবহার করা যাবে না। তবে, প্রয়োজনের তাগিদে করা যেতে পারে। আপনি যেহেতু প্রশ্ন করেছেন, বাক্যের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন (?) ব্যবহার করতে হবে।
৬। বাংলাতথ্য এর প্রতিটি প্রশ্ন ও উত্তর হতে হবে সহজ ও সাবলীল ভাষায়, যাতে সহজেই যে কেউ আপনার প্রশ্ন বা উত্তরটি বুজতে পারে। অপ্রাসাংগিক বা কোন সদস্য,গোত্র বা ধর্মকে হেয় করে কোন প্রশ্ন বা উত্তর দেয়া যাবেনা । এমন কিছু পরিলক্ষিত হলে কর্তৃপক্ষ প্রশ্ন বা উত্তরটি ডিলেট করে দেবেন।
৭। উত্তরদাতা আপনার প্রশ্নটি যাতে সহজে বুজতে পারে তাই প্রশ্নের ” ব্যাখ্যামূলক তথ্য ” বক্সে আপনার প্রশ্নটি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিতে পারেন। এতে করে, উত্তরদাতার প্রশ্নটির উত্তর দিতে অনেকটা সহজ হবে।
৮। সকল সদস্যের প্রতি অনুরোধ যেকোন প্রশ্নের উত্তর দেয়ার সময় আপনার উত্তরের গ্রহনযোগ্যতা বাড়ানোর জন্য তথ্যসূত্র উল্লেখ করতে চেষ্টা করুন। তথ্যসূত্রের সংযোজন আপনার উত্তরকে আরো যথার্থ ও বিশ্বাসযোগ্যতা অর্জনে সাহায্য করে।
৯। সঠিক বিভাগ নির্বাচন করে আপনার প্রশ্নটি করুন, যাতে আলোচনাগুলো সুন্দরভাবে সাজানো থাকে। এতে করে পরবর্তীতে আপনার মত একই প্রশ্নের উত্তর খুঁজতে আসা অন্য সদস্যদেরও উত্তর খুঁজে পেতে সুবিধা হবে। উল্লেখ্য যে, আপনার প্রশ্নের সাথে মিলে যায় এমন বিভাগ খুজে না পেলে অন্যান্য বিভাগ সিলেক্ট করে প্রশ্ন করুন।
১০ । বাংলাতথ্য ডটকম এ আপনার যেকোন লেখার সকল দায়-দায়িত্ব আপনার নিজের। তবে, লেখা প্রকাশিত হওয়ার পর তা রাখা বা মুছে ফেলার ক্ষমতা প্রশাসন বোর্ডের রয়েছে। ওয়েবসাইট কর্তৃপক্ষ, প্রশাসকগণ বা অন্য কেউ বাংলাতথ্য ডটকম এ প্রকাশিত আপনার লেখা সম্পর্কিত কোন ধরনের দায়-দায়িত্ব বহন করবে না।
১১। বাংলাতথ্য ডটকম যেকোন লেখার সকল দায়-দায়িত্ব যিনি প্রশ্ন বা উত্তর দিয়েছেন তার ব্যাক্তিগত । তবে, প্রশ্ন-উত্তর বা মন্তব্য প্রকাশিত হওয়ার পর তা রাখা বা মুছে ফেলার ক্ষমতা কর্তৃপক্ষের রয়েছে। ওয়েবসাইট কর্তৃপক্ষ, প্রশাসকগণ বা অন্য কেউ বাংলা তথ্য ডটকম এ প্রকাশিত আপনার লেখা সম্পর্কিত কোন ধরনের দায়-দায়িত্ব বহন করবে না।
১২। বাংলাতথ্য প্রশ্নত্তোর প্লাটফর্মে সদস্য হওয়ার মাধ্যমে আপনি নিশ্চিত করছেন যে বাংলা তথ্য থেকে বিভিন্ন বিজ্ঞপ্তি, ঘোষণা ইত্যাদি ইমেইল যোগে পেতে আপনার কোন প্রকার আপত্তি নেই। তবে, যে কোন সময় আপনি আপনার অ্যাকাউন্ট থেকে এসব বিজ্ঞপ্তি, ঘোষণা বন্ধ করতে পারবেন।
১৩। বাংলাতথ্য কোন রূপ কপি পেস্ট প্রশ্ন বা উত্তর সমর্থন করেনা। একই ওয়েবসাইট এর অন্য কোন সদস্যের লেখা দেয়া যাবেনা,তবে অন্য কোন ওয়েবসাইট থেকে পাওয়া কোন তথ্য দিতে চান তাহলে সেটা সেই ওয়েবসাইট থেকে ভালোমত পড়ে বা বুজে নিজের ভাষায় প্রকাশ করুন, এতে আপনার গ্রহনযোগ্যতা বৃদ্ধি পাবে।
১৪। স্বাস্থ্য ও চিকিৎসা এবং যৌন বিভাগের প্রশ্নের উত্তরে কোনো ঔষধের নাম সরাসরি উল্লেখ করে উত্তর প্রদান করার পূর্বে বিশেষ সর্তকতা অবলম্বন করুন। আপনি আগে ভাবুন এ বিষয়ে আপনার যথেষ্ঠ জ্ঞান বা অভিজ্ঞতা রয়েছে কিনা। কারণ- আপনার একটি ভুল পরামর্শের জন্য অপরের সমস্যা আরো দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে। তাই, এ সকল বিষয়ে সব সময় সর্তকতা অবলম্বন করুন।
১৫। বাংলাতথ্য- এর মূল উদ্দেশ্য হচ্ছে প্রশ্নত্তোর এর মাধ্যমে একে অপরের তথ্যভিত্তিক উপকার করা । তাই সকল সদস্যের প্রতি অনুরোধ সঠিক উত্তর প্রদান করুন।
১৬। ব্যক্তিগত স্বার্থ বা ইচ্ছাকৃতভাবে কিংবা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কোন যৌক্তিক ও পর্যাপ্ত কারণ ছাড়া ঋণাত্মক ভোট দেয়া যাবেনা বা সতর্ক করা যাবেনা।
১৭। বাংলাতথ্য ডটকমের সদস্য হিসেবে আপনাকে অবশ্যই সততার পরিচয় দিতে হবে। এমনভাবে কোন উত্তর বা মন্তব্য করবেন না যাতে করে তা কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
১৮। কোন অবস্থাতেই নিম্নে বর্ণিত সদস্য নামগুলো সদস্য নাম হিসেবে ব্যাবহার যাবেনা। এসব সদস্য নাম পরবর্তীতে কোন কারণ দর্শানো ব্যতীত মুছে দেবেন।
ক। বাংলাতথ্য- এর প্রশাসন বা কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্টতা বোঝাতে পারে এমন কোন সদস্য নাম ব্যবহার করা যাবে না যেমনঃ – অ্যাডমিন, প্রশাসক, সমন্বয়কারী, রুট ইত্যাদি।
খ। ধর্মীয় অনুভুতিতে আঘাত হানতে পারে এমন নাম ব্যবহার করা যাবে না (যেমনঃ আল্লাহ, ফেরেশতা, শয়তান, ভগবান, ঈশ্বর ইত্যাদি)
গ। কোন অবস্থাতেই অশ্লীল অর্থ বহন করে বা অশ্লীল কিছু ইঙ্গিত করে এ ধরনের নাম কোন অবস্থাতেই ব্যবহার করা যাবে না।
১৯। শুধুমাত্র ‘সহমত’, ‘ধন্যবাদ’ ইত্যাদি লিখে কিংবা ‘স্মাইলি’ চিহ্ন দিয়ে কোন প্রশ্ন বা উত্তর করা যাবে না। প্রতিটি প্রশ্ন, উত্তর বা মন্তব্য অবশ্যই নূন্যতম গ্রহনযোগ্য লেখা থাকতে হবে।
২০। কোন ব্যক্তিগত বার্তা প্রেরকের পূর্বানুমতি ছাড়া প্রকাশ করা যাবে না। ব্যক্তিগত বার্তায় কাউকে হয়রানি করা যাবে না কিংবা অবৈধ কোন কিছু আদান-প্রদান করা যাবে না। এ বিষয়ে সর্তকতা অবলম্বন করুন।
উপরোক্ত নিয়মাবলী অমান্য করলে বা অন্য কোনভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করলে, বিশৃঙ্খলা সৃষ্টিকারীর (বা সৃষ্টিকারীদের) বিরুদ্ধে বাংলাতথ্য ডটকম এর প্রশাসন বোর্ড প্রয়োজন মত ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। উপরোক্ত বিষয়গুলো বাংলাতথ্য- এর সদস্য হিসেবে মেনে চলবেন বলে Banglatattho এর নীতিমালা বিশ্বাস করে।
কোন কারনে আপনার অ্যাকাউন্ট স্থগিত হলে, স্থগিত হওয়া অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে বাংলাতথ্য-এর সম্পূর্ণ নীতিমালা মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে, ফিডব্যাক পাঠালে আপনার অ্যাকাউন্ট আবার চালু করে দেওয়া হবে।
সর্বোপরি যে কোন সময়ে বাংলাতথ্য ডটকম কর্তৃপক্ষ নীতিমালার যে কোন বিষয়ে সংযোজন-বিয়োজন করার ক্ষমতা সংরক্ষণ করে।
যে কোন অভিযোগ, মতামত, অনুরোধ আমাদের পাঠাতে পারেন। আপনার পাঠানো যে কোন মতামত গুরুত্ত্বের সাথে মূল্যায়ন করা হবে।