বাংলাতথ্য ডটকম সম্পর্কে কিছু কথা
বাংলাতথ্য ডটকম একটি প্রশ্নোত্তর প্লাটফর্ম, এখানে আপনি বিশ্বের যে কোন অজানা তথ্য সম্পর্কে জানতে ও জানাতে পারবেন।
একজন ব্যাবহারকারী তার অজানা তথ্য যেটা জানা দরকার সেটি প্রশ্ন করবেন, আর অন্য একজন ব্যাবহারকারী যিনি প্রশ্নটির উত্তর জানেন তিনি উত্তর প্রদান করবেন। এই প্রশ্নোত্তর এর মাধ্যমে জ্ঞানের পরিধি বৃদ্ধি করার মাধ্যম হিসেবে কাজ করে বাংলাতথ্য ডটকম।
বাংলাতথ্য ডটকম একটি উন্মুক্ত প্লাটফর্ম বিধায় এখানে যে কোন বয়সের নারী-পুরুষ থাকতে পারে। তাই এখানে কারো ব্যাক্তিত্বে আঘাত হানতে পারে এমন কোন প্রশ্ন বা উত্তর প্রদান করা যাবেনা। আমরা চাই আমাদের প্লাটফর্ম এর মাধ্যমে সবাই জ্ঞান আহরণ করতে পারি সে লক্ষ্যে সকল পাঠক-পাঠিকাগন সহযোগিতা করবেন।
বাংলাতথ্য এর মূল উদ্দেশ্যই হলো জ্ঞানের বিস্তার ঘটানো। আর এই উদ্দেশ্য বাস্তবায়নে আমরা সকল ব্যাবহারকারীর সহায়তা চাই
বাংলাতথ্য ডটকম এর যাত্রা শুরু ২০২৩ সালের ৬ আগস্ট, “বিশ্বের খুটিনাটি প্রশ্নোত্তর জানি বাংলায়” এই স্লোগান নিয়ে সকলের সহযোগিতায় প্লাটফর্মটি এগিয়ে নিয়ে যেতে চাই অনেকদূর।