স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভার্জিনিয়া ‘জিনজার’ হিসলপ ১৯৩৬ সালে তার ব্যাচেলর ডিগ্রি শুরু করে ১৯৪০ সালে ব্যাচেলর সম্পন্ন ডিগ্রি করেন।
১৯৪০ এ তিনি মাস্টার্সে ভর্তি হলেও মাস্টার্স ডিগ্রি সম্পূর্ণ করার আগেই, তার তৎকালীন বয়ফ্রেন্ড জর্জ হিসলপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডাক আসার কারনে তখনই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ভার্জিনিয়া মাস্টার্স সম্পন্ন না করেই ক্যাম্পাস ত্যাগ করেছিলেন।
ক্যাম্পাস ত্যাগ করার ৮৩ বছর পর, হিসলপ স্ট্যানফোর্ডে ফিরে আসেন এবং ১০৫ বছর বয়সে তার মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
যেকোন প্রশ্নের উত্তর জানতে,জানাতে সাথেই থাকুন আমাদের বাংলাতথ্য ডটকমের প্রশ্নোত্তর পাতায়
ফেসবুকে বাংলাতথ্য ডটকম
তথ্যসূত্রঃ Standford University
Leave a comment