বিদ্যুৎ না থাকলেও কিভাবে ওয়াইফাই কানেকশন চালু রাখতে পারি?
Share
প্রতিদিনই আমরা নতুন বিষয় শিখতে ও জানতে চাই, তাই প্রশ্ন জিজ্ঞাসা করতে,অন্যের প্রশ্নের উত্তর দিতে এবং জ্ঞানের পরিধি সমৃদ্ধি করতে আমাদের বাংলা তথ্য প্রশ্নোত্তর প্লাটফর্মে যোগ দিতে একাউন্ট খুলুন এখনই।
প্রশ্ন জিজ্ঞাসা করতে অন্যের প্রশ্নের উত্তর দিতে এবং জ্ঞানের পরিধি সমৃদ্ধি করতে আমাদের বাংলা তথ্য প্রশ্নোত্তর প্লাটফর্মে লগইন করুন।
পাসওয়ার্ড ভুলে গেছেন, রেজিস্টার্ড ইমেইল ঠিকানা সঠিকভাবে লিখুন,কিছু সময়ের মধ্যে আপনার রেজিস্টার্ড ই-মেইলে লিঙ্ক পাবেন এবং নতুন পাসওয়ার্ড তৈরি করবেন।
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
আসসালামু আলাইকুম,
বাংলাতথ্য ডটকমে প্রশ্ন করার জন্য আন্তরিক ধন্যবাদ।
আপনি প্রশ্ন করে জানতে চেয়েছেন বিদ্যুৎ না থাকলেও কিভাবে আপনি ওয়াইফাই কানেকশন চালু রাখতে পারবেন এই বিষয়ে।
প্রথমত আপনার বাসায় যদি ওয়াইফাই প্রোভাইডার ফাইভার অপটিক্যাল ক্যাবল এর মাধ্যমে যদি সংযোগ টি দিয়ে থাকে তাহলে শুধু আপনি বিদ্যুৎ চলে গেলে ব্যাকআপ এর ব্যাবস্থা করলেই ওয়াইফাই সংযোগ চালু রাখতে পারবেন।
বিদ্যুৎ এর ব্যাকআপ হিসেবে আপনি ইউপিএস/আইপিএস বা শুধুমাত্র রাউটার অনু চালু রাখার জন্য মিনি ইউপিএস এর মাধ্যমে ও ওয়াইফাই সংযোগ চালু রাখতে পারবেন।
আইপিএস এর দাম তুলনামূলক ভাবে অনেক বেশি। দাম কমের মধ্যে আপনি মিনি ইউপিএস ব্যাবহার করতে পারেন।
মিনি ইউপিএস এর প্রকারভেদ ও কোম্পানি ভেদে ১৮০০-২০০০ অথবা ৩৫০০-৩৬০০ টাকা পর্যন্ত হতে পারে।
আমার জানামতে কিছু মিনি ইউপিএস ব্রান্ড হলোঃ
১। WGP
২। Marsiva
3। SKE
এই ৩ টা ব্রান্ডের মধ্যে কয়েকটা মডেল এর প্রোডাক্ট রয়েছে। এই মিনি ইউপিএস গুলো দিয়ে আপনি ৭-৮ ঘন্টা বা ১০-১২ ঘন্টা বিদ্যুৎ ছাড়া রাউটার অনু ব্যাবহার করতে পারবেন।
দ্বিতীয়ত আপনার বাসায় যদি ফাইভার অপটিক্যাল ক্যাবল এর সংযোগ না থাকে তাইলে ফাইভার অপটিক্যাল ক্যাবল এর মাধ্যমে সংযোগ নিতে হবে।
( কিছু ওয়াইফাই প্রোভাইডার (ISP) ক্যাট ৫ অথবা ক্যাট ৬ এর মাধ্যমে সংযোগ দিয়ে থাকে যা দিয়ে আপনার বিদ্যুৎ না থাকাকালিন ব্যাকআপ এর ব্যাবস্থা থাকলেও ওয়াইফাই ব্যাবহার করতে পারবেন না।)
তৃতীয়ত আপনার বাসায় যদি অপটিক্যাল ফাইভার ক্যাবল এর মাধ্যমে সংযোগ থাকার পরেও যদি আপনার ওয়াইফাই প্রোভাইডার (ISP) এর সার্ভার এ যদি বিদ্যুৎ না থাকাকালিন ব্যাকআপ এর ব্যাবস্থা না থাকে তাইলেও আপনার ব্যাকআপ থাকার পরেও ওয়াইফাই ব্যবহার করতে পারবেন না।
আশা করি আপনার প্রশ্নের উত্তর টি প্রদান করতে সক্ষম হয়েছি।
ধন্যবাদ আপনাকে, কোন কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।