পাবজি খেলা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা থাকলেও, এবার পাবজি খেলে বিশ্বকাপের মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে বাংলাদেশি তরুণদের একটি দল।
সৌদি আরবে অনুষ্ঠিতব্য ইস্পোর্টস ওয়ার্ল্ডকাপের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশি দল এওয়ান ই-স্পোর্টস। বাংলাদেশি টাকায় যার প্রাইজমানি থাকছে ৩৫ কোটি টাকা।
নেপালে ল্যানে চলমান পাবজি মোবাইলের পিএমএসএল স্প্রিং ২০২৪ যেটি কিনা ইস্পোর্টস ওয়ার্ল্ডকাপের কোয়ালিফায়ার হিসাবেও বিবেচিত হচ্ছে। এই ইস্পোর্টস টুর্নামেন্টের গ্রুপ স্টেজে ২০ দলের মধ্যে তিন সপ্তাহের তুমুল প্রতিযোগিতা শেষে গ্র্যান্ড ফাইনালে জায়গা করে নিয়েছে এওয়ান ই-স্পোর্টস ।
বাংলাদেশ থেকে মোট দুটি দল এখানে অংশগ্রহণ করলেও ফাইনালে জায়গা করে নিয়েছে শুধুমাত্র এওয়ান ইস্পোর্টস। বাংলাদেশ ছাড়াও সেখানে অংশগ্রহণ করেছে নেপাল, পাকিস্তান, মঙ্গোলিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান ও রাশিয়ার দলের প্লেয়ারগুলো।
২০২০ সালে কাজী আরাফাত হোসেন প্রতিষ্ঠিত এওয়ান ইস্পোর্টস বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি ইস্পোর্টস দল হিসেবে স্বীকৃত। দুবাইতে ২০২১ সালে এই দল প্রথমবারের মত পাবজি মোবাইলের ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছিল।
যেকোন প্রশ্নের উত্তর জানতে,জানাতে সাথেই থাকুন আমাদের বাংলাতথ্য ডটকমের প্রশ্নোত্তর পাতায় ফেসবুকে বাংলাতথ্য ডটকম
তথ্যসূত্রঃ কালবেলা,ইন্টারনেট
Leave a comment